Current Bangladesh Time
শনিবার জুলাই ১২, ২০২৫ ১:১৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সিম নিবন্ধন করে পুরুস্কার পেলেন বরিশালের 
Monday October 24, 2016 , 9:09 pm
Print this E-mail this

বেগম

সিম নিবন্ধন করে পুরুস্কার পেলেন বরিশালের


মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের গ্রাহক মোছা. বেগম বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন করে ১০ লাখ টাকা পুরস্কার জিতেছেন।

সম্প্রতি বরিশালে রবির গ্রাহক সেবা কেন্দ্রে বেগমকে এ চেক তুলে দেন অপারেটরটির বরিশাল অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মো. শাহজালাল।

সোমবার (২৪ অক্টোবর) রবির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জনানো হয়, বেগম বরিশাল বিভাগের বরগুনা জেলার কুমারখালী গ্রামের বাসিন্দা। তার নিজের কোন বসতভিটা নেই। এ টাকা দিয়ে জমি কিনে ঘর বানাবেন বলে জানান বেগম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল অঞ্চলে রবি সেবার সেন্টার ম্যানেজার মো. মিজানুল আহসান খান, বরিশালের এসএমই বিজনেস ম্যানেজার আসিফ বিন মুজিব এবং বরিশাল অঞ্চলের ফ্যাসিলিটিস অ্যান্ড সার্ভিসেসের মো. রেজওয়ান চৌধুরি।

বিজ্ঞপ্তিতে আরও জনানো হয়, গ্রাহকদের বায়োমেট্রিক সিম নিবন্ধনে উৎসাহিত করতে রবি গত ১৬ থেকে ৩১ মে পর্যন্ত সময়ে সিম নিবন্ধনে ১০ লাখ টাকা পুরস্কারসহ অন্যান্য সুবিধার অফার ঘোষনা করে।




Archives
Image
খুনের পর লাশের ওপর লাফায় ঘাতকরা
Image
খুলনায় বাসার সামনে যুবদল নেতাকে গুলি করে হত্যা
Image
বরিশাল ক্যাডেট কলেজের সব পরীক্ষার্থী পেল জিপিএ-৫
Image
নারী কর্মকর্তাদের ‘স্যার’ বলার নির্দেশনা বাতিল
Image
বিএনপির জন্মই সংস্কারের মধ্য দিয়ে : মির্জা ফখরুল