Current Bangladesh Time
রবিবার জুলাই ৬, ২০২৫ ৪:২৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » মাশরাফীর ব্রেসলেট চড়া দামে বিক্রি, টাকা ব্যয় হবে দুস্থদের মাঝে 
Monday May 18, 2020 , 9:57 pm
Print this E-mail this

স্টীলের তৈরি ব্রেসলেটটি ক্রিকেট ক্যারিয়ারের শুরু থেকেই হাতে ব্যবহার করে আসছেন মাশরাফী

মাশরাফীর ব্রেসলেট চড়া দামে বিক্রি, টাকা ব্যয় হবে দুস্থদের মাঝে


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : মাশরাফী বিন মোর্ত্তজার ১৮ বছরের ক্যারিয়ারের সুখ-দুঃখের সঙ্গী ব্রেসলেটটি নিলামে ৪২ টাকায় বিক্রি হয়েছে। এটি মাশরাফীর হাতছাড়া হচ্ছে না। বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানি অ্যাসোসিয়েশন (বিএলএফসিএ) চড়া মূলে ব্রেসলেটটি কিনে নিয়ে মাশরাফীকেই উপহার দিয়েছে। রবিবার ‘অকশন ফর অ্যাকশন’ পেজে মাশরাফীর ব্রেসলেটের নিলাম অনুষ্ঠিত হয়। ব্রেসলেটটির ভিত্তিমূল্য ছিল ৫ লাখ টাকা। নিলামে তুমুল লড়াইয়ের পর সর্বোচ্চ দর ওঠে ৪০ লাখ টাকা। বিএলএফসিএ এই দর হাঁকিয়ে জয়ী হয়। সঙ্গে আইপিডিসি সহযোগী প্রতিষ্ঠান হিসেবে দেবে আরো ২ লাখ টাকা দিচ্ছে। সব মিলে মাশরাফী নিলাম থেকে পাচ্ছেন ৪২ লাখ টাকা। নিলামের লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়ে বিএলএফসিএ’র চেয়ারম্যান মমিনুল ইসলাম জানিয়েছেন, ব্রেসলেটটি তারা মাশরাফীকেই উপহার দিতে চান এবং এ উপলক্ষে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে অনুষ্ঠানও করতে চান। এ সময় মাশরাফী বলেন, সে অনুষ্ঠান হওয়ার আগ পর্যন্ত তিনি হাত থেকে ব্রেসলেটটি খুলে রাখবেন। আগেই জানিয়েছিলেন মাশরাফী, এই নিলাম থেকে প্রাপ্ত অর্থ চলে যাবে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনে। যার মাধ্যমে গরিব-দুস্থ মানুষের সাহায্যে করা হবে। এদিন নিলামের লাইভে জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেন, ‘যেহেতু এটা (ব্রেসলেট) আমার ক্রিকেট রিলেটেড। ক্রিকেট তো শুধু নড়াইল কেন্দ্রিক না। আমি ট্রাই করবো নড়াইলের বাইরেও হেল্প করার। কয়েকটি সংগঠন ভালো কাজ করছে। তাদের হেল্প করা চেষ্টা করবো। আর নড়াইল খুব গবীর জেলা। অবশ্যই সেখানে প্রাধান্য থাকবে।’ স্টীলের তৈরি ব্রেসলেটটি ক্রিকেট ক্যারিয়ারের শুরু থেকেই হাতে ব্যবহার করে আসছেন মাশরাফী। যা খুলেছেন খুব কম সময়ই।




Archives
Image
বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সহ ১৯ কর্মকর্তাকে দুদকের তলব
Image
প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচনে অংশ নেবে না এনসিপি : নাহিদ
Image
বরিশালে পুলিশের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে আইজিপি
Image
সড়ক দুর্ঘটনায় পা হারানো সাগরের পাশে বরিশাল জেলা প্রশাসক
Image
মূলধারার গণমাধ্যমও ভুয়া তথ্যের ‍উৎস : প্রধান উপদেষ্টা