Current Bangladesh Time
বৃহস্পতিবার অক্টোবর ১৬, ২০২৫ ৯:৪১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » মাত্র ৫ মিনিটের টর্নেডোয় পিরোজপুরের কাউখালীতে শতাধিক বাড়িঘর বিধ্বস্ত 
Thursday May 28, 2020 , 5:00 pm
Print this E-mail this

ক্ষতিগ্রস্থদের তালিকা করে ঘর মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে-মোছা: খালেদা খাতুন রেখা

মাত্র ৫ মিনিটের টর্নেডোয় পিরোজপুরের কাউখালীতে শতাধিক বাড়িঘর বিধ্বস্ত


মো: সজিব হোসেন ফরাজী : মাত্র ৫ মিনিটের টর্নেডোয় পিরোজপুরের কাউখালীতে শতাধিক বাড়িঘর বিধ্বস্ত। এ সব গ্রামের ঘরবাড়ি ও গাছপালাসহ বিদুৎ সঞ্চলন লাইন ভেঙ্গে গেছে। বুধবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া টর্নেডোর আঘাতে ১৫টি গ্রামের বসতঘরসহ গাছপালা উড়ে গেছে। রাতেই উপজেলা নির্বাহী অফিসার ক্ষতিগ্রস্থ বাড়িঘর পরিদর্শন করেন এবং রাস্তার উপর পড়ে থাকা গাছপালা অপসারণ করে চলাচলের উপযোগী করে তোলে। ক্ষতিগ্রস্থ আব্দুল বারেক বলেন, রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ আকাশে মেঘ জমে বাতাস শুরু হয়। চোখের পলকে আমার বসত ঘর উড়ে যায়। আমরা তখন ঘরের মধ্যে অবস্থান করছিলাম। ঘর উড়ে যাওয়ার পর ছেলে মেয়েদের নিয়ে পাশের বাড়িতে গিয়ে আশ্রয় নেই। ঝড় থেমে যাওয়ার পর এলাকার লোকজন এসে আমাদের ঘরের আসবাবপত্র ও থালাবাটি কুড়িয়ে দিয়েছে। ঘরের মধ্যে থাকা পরিবারের লোকজন সকলে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও মাথা গোজার ঠাইটুকু হারিয়েছি।

পিরোজপুর কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: খালেদা খাতুন রেখা জানান, ঝড়ে উপজেলার ৫টি ইউনিয়নেই কম বেশি ক্ষতি হয়েছে। রাতেই সড়কের উপর পরে থাকা গাছ ফায়ার সার্ভিসের সহযোগিতায় অপসরণ করে যান চলাচলের উপযুক্ত করে তোলা হয়। ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরির কাজ শুরু করা হয়েছে। যত দ্রত সম্ভব ক্ষতিগ্রস্থদের তালিকা করে ঘর মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেন জানান তিনি।




Archives
Image
চট্টগ্রাম ইপিজেডে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
Image
সাত কলেজ নিয়ে বিভিন্ন গ্রুপ গুজব ছড়াচ্ছে : শিক্ষা উপদেষ্টা
Image
বরগুনার তালতলীতে জলবায়ু ঋণ বাতিলের দাবিতে পদযাত্রা
Image
বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার ৬২.৫৭ শতাংশ
Image
টাইফয়েড টিকা নিয়ে গুজব ছড়ানো যাবে না-বরিশাল বিভাগীয় কমিশনার