Current Bangladesh Time
বৃহস্পতিবার অক্টোবর ২৩, ২০২৫ ৭:৩১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে প্রতিবন্ধী ব্যক্তিদের বেকারত্ব দূর তথা কর্মসসংস্থান সৃষ্টি সংক্রান্ত এক আলোচনা সভা 
Wednesday January 22, 2020 , 7:41 pm
Print this E-mail this

বরিশালে প্রতিবন্ধী ব্যক্তিদের বেকারত্ব দূর তথা কর্মসসংস্থান সৃষ্টি সংক্রান্ত এক আলোচনা সভা


শামীম আহমেদ : বরিশাল জেলা প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা কমিটি ও বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা বিপিইউএসএর আয়োজনে শিল্প মালিক ও বিশিষ্ট ব্যবসায়ীদের সাথে প্রতিবন্ধী ব্যক্তিদের বেকারত্ব দূর তথা কর্মসসংস্থান সৃষ্টি সংক্রান্ত এক আলোচনা সভার আয়োজন করা হয়। বুধবার (২২ জানুয়ারী) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিসিকের শিল্প মালিকগণ, কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ীগণ, চাকুরি প্রত্যাশি প্রতিবন্ধী ব্যক্তিবর্গ, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উপস্থিত শিল্প মালিক ও কর্মকর্তাগণ তাদের নিজ নিজ প্রতিতষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিদের চাকুরি দেওয়ার প্রতিশ্রুতি দেন। বরিশাল সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আল-মামুন তালুকতদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ জালিস মাহমুদ উপ-মহাব্যবস্থাপক বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ও মিঃ সায়মন ব্রিজার প্রতিনিধি এসইএস জার্মানী উপস্থিত ছিলেন। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখাসহ প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার বিষয়ে আলোচনা করেন, বদিউল আলম প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক বিপিইউএস ও রাষ্ট্রিয় পুরস্কার প্রাপ্ত ব্যক্তি। অনুষ্ঠানের মূলপ্রবন্ধ পাঠ করেন মিস মিঠু মধু প্রধান সমন্বয়কারী বিপিইউএস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বরিশাল সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ।




Archives
Image
শাহজালালের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে : মহাপরিচালক, ফায়ার সার্ভিস
Image
বরিশালে ডেঙ্গু আক্রান্ত হয়ে বৃদ্ধের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৬ রোগী
Image
বরিশালে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে সভায় সিইসি
Image
জাতীয় নির্বাচনে ধানের শীষে জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান রহমাতুল্লাহ্’র
Image
ঝুঁকিপূর্ণ ঘোষণার ১০ বছর পর বরিশালে ৩৫টি ভবন ভাঙা শুরু