Current Bangladesh Time
সোমবার আগস্ট ১০, ২০২০ ৬:২৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে দুই লঞ্চের সংঘর্ষ, মা-ছেলে নিহত 
Monday January 13, 2020 , 10:33 am
Print this E-mail this

বরিশালে দুই লঞ্চের সংঘর্ষ, মা-ছেলে নিহত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে মেঘনা নদীতে ঢাকাগামী এমভি কীর্তনখোলা-১০ লঞ্চের সঙ্গে অন্য একটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মা-ছেলে নিহত হয়েছেন। নিহত মা গর্ভবতী ছিলেন। এ ঘটনায় আহত হয়েছে উভয় লঞ্চের কমপক্ষে ৮ জন।রবিবার (১২ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে মেঘনা নদীতে মাঝেরচর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা হলেন-বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুরিয়া ইউনিয়নের ভান্ডারিকাঠি গ্রামের রুবেল খান আব্বাসের স্ত্রী মাহমুদা (২৪) ও তার শিশু পুত্র মুমিন (৭)। গারুরিয়ার স্কুল শিক্ষক বাবু খান বলেন, আব্বাস তার প্রতিবেশী। তিনি একজন মাইক্রো চালক। তার স্ত্রী গর্ভবতী ছিলেন। কীর্তনখোলা-১০ এ আহতদের চাঁদপুর নামিয়ে দিয়ে লাশ নিয়ে সদরঘাটে আসছে। লঞ্চে স্ত্রী-সন্তানদের সাথে থাকা আব্বাস তাকে ফোনে রাত দেড়টার দিকে এ দুর্ঘটনার খবর জানান। কীর্তনখোলা লঞ্চ কোম্পানির কাউন্টার ম্যানেজার ঝন্টু জানান, ঢাকা থেকে হুলারহাটগামী ফারহান লঞ্চটি কুয়াশার মধ্যে কীর্তনখোলা-১০ লঞ্চের মাঝ বরাবর সজোরে ধাক্কা দেয়। এতে লঞ্চের নিচতলা ও দোতলার অংশ দুমড়ে মুচড়ে যায় এবং কয়েকজন যাত্রী আহত হন। এ দিকে লঞ্চের ব্যবস্থাপক বেল্লাল হোসেন জানান, ফারহান-৯ লঞ্চে কোনো আধুনিক যন্ত্রপাতি না থাকার কারণেই কুয়াশার মধ্যে এ দুর্ঘটনা ঘটেছে। সংঘর্ষে কীর্তনখোলা-১০ লঞ্চের উপরিভাগ ক্ষতিগ্রস্ত হলেও তলা ঠিক রয়েছে। তাই হতাহতদের নিয়ে লঞ্চটিকে নিয়ে চাঁদপুর হয়ে ঢাকার উদ্দেশে যেতে বলা হয়েছে। এ বিষয়ে চাঁদপুর নৌ-পুলিশের ওসি আবু তাহের জানান, লঞ্চের স্টাফরা ঠিক কোথায় দুর্ঘটনা ঘটেছে তা বলতে পারছে না। সংঘর্ষে ২ জন নিহত হওয়ার খবর জানা গেছে। যাত্রীরা জানিয়েছেন, ৯৯৯ এ ফোন দিয়ে চাঁদপুরে আহতদের নামিয়ে চিকিৎসা সেবা দেওয়ার জন্য সহায়তা চাওয়া হয়েছে। লঞ্চটি চাঁদপুরের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছে। শাকিল নামে কীর্তনখোলা-১০ এর এক যাত্রী জানান ২ জন নিহত ও ২ জন আহত হওয়ার বিষয়টি যাত্রীদের মাধ্যমে জানা গেছে। তবে চিকিৎসক ছাড়া এ বিষয়ে কেউ নিশ্চিত হতে পারছে না। এ দিকে ফারহান-৯ এর যাত্রী শাহিন জানান, সংঘর্ষে ফারহান-৯ লঞ্চের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি এ লঞ্চেও বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানাগেছে।

Archives
Image
বরিশালে সাদা শাপলায় জীবন চলে দরিদ্র পরিবারের
Image
তুলা ব্যান্ডেজ পেটের ভেতর রেখেই সেলাই!
Image
বরিশালের বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডে আদালতের নির্দেশনা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ!
Image
বরগুনায় মানববন্ধনে লাঠিচার্জ, ওসির হাতে লাঞ্ছিত পুলিশ সদস্য, তদন্ত কমিটি গঠন
Image
বরিশালের এক আবাসিক হোটেলে গণধর্ষনের শিকার এক কলেজছাত্রী, আটক ৩!