Current Bangladesh Time
শুক্রবার জুন ৫, ২০২০ ১০:৫৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে খোলা মাঠে জামাত না করার পরামর্শ ও শিশু, বয়োবৃদ্ধ এবং অসুস্থ্য ব্যক্তিদের জামাতে নিষিদ্ধ 
Friday May 22, 2020 , 9:43 pm
Print this E-mail this

আগত মুসল্লীদের বাসা থেকে জায়নামাজ নিয়ে আসতে হবে এবং অযু করে আসতে হবে, মসজিদে কার্পেট ব্যবহার নিষিদ্ধ

বরিশালে খোলা মাঠে জামাত না করার পরামর্শ ও শিশু, বয়োবৃদ্ধ এবং অসুস্থ্য ব্যক্তিদের জামাতে নিষিদ্ধ


নিজস্ব প্রতিবেদক : বরিশালে একসঙ্গে অতিরিক্ত মুসল্লিদের ভিড় এড়াতে নগরী ও জেলার মসজিদগুলোতে একাধিক ঈদের জামাত করার নির্দেশ দেওয়া হয়েছে। বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, ইমাম সমিতির নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করে তাদের এ পরামর্শ দেওয়া হয়েছে। জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, করোনার প্রাদুর্ভাব রোধে সরকারি নির্দেশনা অনুযায়ী ঈদের জামাত ঈদগাহ বা খোলা মাঠে করা যাবে না। বিষয়টি ইমাম ও মসজিদ কমিটির সঙ্গে সভা করে মসজিদে একাধিক জামাত করার পরামর্শ দেওয়া হয়। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী ঈদের দিন সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত প্রতিটি মসজিদে মুসল্লিদের উপস্থিতি অনুযায়ী একাধিক ঈদের জামাত করার পরামর্শ দেওয়া হয়। মুসল্লিদের উপস্থিতি দেখে পরিস্থিতি বিবেচনায় মসজিদ কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। বরিশালে এবার ঈদের জামাতে শিশু ও বৃদ্ধদের নিষিদ্ধ করা হয়েছে। একই সাথে আগত মুসল্লীদের বাসা থেকে জায়নামাজ নিয়ে আসতে হবে এবং অযু করে আসতে হবে। এ ছাড়াও মসজিদে কার্পেট ব্যবহার নিষিদ্ধ করা হয়। আজ জেলা প্রশাসকের সভাপতিত্বে করোনা বিষয়ক জেলা কমিটির এক সভায় এ সকল সিদ্ধান্ত নেয়া হয়। এ ছাড়াও আরও কিছু গুরুত্বপুর্ন সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঈদ জামাতে সামাজিক দুরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া এবার জামাতে শিশু, বয়োবৃদ্ধ এবং অসুস্থ্য ব্যক্তিদের মসজিদে ঈদের জামাতে অংশ নেয়া নিষিদ্ধ করা হয়। এছাড়া প্রতিটি মসজিদের প্রবেশ পথে হাত ধোয়ার ব্যবস্থা বা হ্যান্ড সেনিটারাইজ এর ব্যবস্থা রাখতে হবে। বরিশাল মহানগর ইমাম সমিতির সভাপতি ও জামে কশাই মসজিদের ইমাম কাজী আব্দুল মান্নান জানান, জেলা প্রশাসনের এ পরামর্শের বিষয়টি মেনে নগরীর সুপরিচিত মসজিদগুলোতে দুটি থেকে চারটি পর্যন্ত ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। কশাই মসজিদে তিনটি এবং এবায়দুল্লাহ মসজিদে চারটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সিদ্ধান্তের কথা বেশিরভাগ মসজিদের ইমামদের জানিয়ে দিয়েছেন। যাতে করে সংশ্লিষ্ট মসজিদগুলোতে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

Archives
Image
বরিশালে মাদ্রাসার এক শিক্ষককে মানুষিক ও শারীরিক নির্যাতন, উদ্বিগ্ন মানবাধিকার!
Image
ঝালকাঠি আ’লীগের সম্পাদক পনির’র মাতার মৃত্যুতে তালুকদার মোঃ ইউনুস’র শোক
Image
ফের বাড়ছে সাধারণ ছুটি ও কড়া লকডাউন
Image
র‌্যাব-৮’র অভিযানে গোপালগঞ্জ হতে মানব পাচার চক্রের সাথে সংশ্লিষ্ট ২ জন গ্রেফতার
Image
করোনা : আমার করুন অভিজ্ঞতা – কাজী মিরাজ