Current Bangladesh Time
মঙ্গলবার জুলাই ১৫, ২০২৫ ৩:৩১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পটুয়াখালীতে ভন্ড ফকির সেজে স্কুলছাত্রী নিয়ে পলায়ন, বরগুনা থেকে উদ্ধার 
Wednesday May 13, 2020 , 1:57 pm
Print this E-mail this

উদ্ধারকৃত ভিকটিম ও আটককৃত আসামীকে পটুয়াখালী জেলার থানায় হস্তান্তর

পটুয়াখালীতে ভন্ড ফকির সেজে স্কুলছাত্রী নিয়ে পলায়ন, বরগুনা থেকে উদ্ধার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : শহরের হেতালিয়া বাধ ঘাট থেকে অপহৃত ৯ম শ্রেনীর এক স্কুল ছাত্রী (১৪) কে ৩ দিন পর মঙ্গলবার বেলা ১১ টার দিকে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার রুপধন কাটাখালী গ্রাম থেকে উদ্ধার ও অপহরণকারিকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিমের পরিবারকে গুপ্তধন উদ্ধারের প্রলোভন দেখিয়ে কৌশলে তাকে ৯ মে মো: মনির মীর (২৭) নামে এক ভন্ড ফকির তাকে অপহরণ করে। র‌্যাব-৮, পটুয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন‘র নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। গ্রেফতারকৃত অপহরণকারী মোঃ মনির মীর, রুপধন কাটাখালী গ্রামের আঃ খালেক মীরের পুত্র। র‌্যাব কর্মকর্তা মো: রইছ উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, আসামী মোঃ মনির মীর নিজেকে পটুয়াখালী শহরের হেতালীয়া বাধঘাট এলাকায় একটি খানকাহ শরীফের ফকির পরিচয় দিয়ে আনুমান ৩/৪ মাস পূর্বে আস্তানা গড়ে তুলে। এ সময় ওই খানকাহ শরীফের পাশেই ভিকটিমের পরিবারের সাথে সখ্যতা গড়ে তুলে। এ ছাড়া খানকাহ শরীফের পার্শ্ববর্তী বিভিন্ন বাড়িতে গুপ্তধন উদ্ধার করেত সক্ষম বলে গুজব ছড়ায়। ভিকটিমের পরিবারকেও গুপ্তধন উদ্ধারের প্রলোভন দেখিয়ে কৌশলে ১৪ বছর বয়সী মেয়েকে অপহরণ করে ৯ মে মো: মনির মীর পালিয়ে বরগুনার রুপধন কাটাখালী নিজ গ্রামে যায়। এদিকে অপহৃত ভিকটিমের পরিবার বিভিন্ন যায়গায় খোঁজাখুজি করেও কোথাও না পেয়ে ভিকটিমের মা ১১ মে পটুয়াখালী থানায় একটি জিডি করেন (পটুয়াখালী থানার জিডি নং-৩৮৮ তারিখ ১১-০৫-২০২০ ইং) এবং অপহৃত ভিকটিমকে উদ্ধারে র‌্যাবের সহাযোগিতা কামনা করেন। এ প্রেক্ষিতে র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার ভিকটিমকে উদ্ধার করে। এ সময় অপহরণকারী মো: মনির মীর কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকেও হাতেনাতে আটক করা হয়। উদ্ধারকৃত ভিকটিম ও আটককৃত আসামীকে পটুয়াখালী জেলার থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে ভিকটিমের মা বাদী হয়ে পটুয়াখালী থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন।




Archives
Image
বেনজীরের যুক্তরাষ্ট্র-মালয়েশিয়ার সম্পদ ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ
Image
আগে সংস্কার তারপর নির্বাচন-পিরোজপুরে নাহিদ ইসলাম
Image
বরিশালে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা : একাই দুই আসনে লড়বেন ফয়জুল করীম
Image
বরিশালে স্বাস্থ্য কর্মকর্তার অপসারণ দাবিতে মহাসড়ক অবরোধ
Image
তথ্য ফাঁসের অভিযোগ, বরিশালে ডিবি কনস্টেবল ফারুক ক্লোজড