Current Bangladesh Time
বুধবার জুলাই ২, ২০২৫ ৯:০৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ঝালকাঠিতে ডিআইজি শফিকুল ইসলামের হাত ধরে ২৩ জন মাদক কারবারির আত্মসমর্পণ 
Thursday December 12, 2019 , 11:48 am
Print this E-mail this

ঝালকাঠিতে ডিআইজি শফিকুল ইসলামের হাত ধরে ২৩ জন মাদক কারবারির আত্মসমর্পণ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঝালকাঠিতে ২৩ জন মাদক কারবারি আত্মসমর্পণ করে ‘আলোর পথে’ ফিরে এসেছেন। আজ বুধবার বেলা ১২টায় ঝালকাঠি পুলিশ লাইনস মিলনায়তনে বরিশাল রেঞ্জের ডিআইজি মো: শফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে তাদের ফুলেল শুভেচ্ছা জানান এবং আত্মকর্মসংস্থানসহ স্বাভাবিক জীবন যাপনে পুলিশের পক্ষ থেকে তাদের সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন। তিনি আলোর পথে ফিরে আসা ব্যক্তিদের হাতে শীতবস্ত্রও তুলে দেন। এ নিয়ে ঝালকাঠি জেলায় এ পর্যন্ত ২০৩ জন মাদক কারবারি পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। পুলিশ তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ‘আলোর পথে’ নামে একটি সংগঠন গড়ে তুলেছে। এ সংগঠনের মাধ্যমে তাদেরকে আইনি সহায়তাসহ বিভিন্ন ধরনের সহযোগিতা করা হচ্ছে। ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার এম এম মাহমুদ হাসান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুল মান্নান রসুল, প্রেস ক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান, যুব উন্নয়ন অধিপ্ততরের উপপরিচালক মিজানুর রহমান, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কুমার মুখার্জী, সরকারি কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ প্রকৌশলী সাদেকা সুলতানা, সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নীল রতন দত্ত, টেকিন্যাল অ্যান্ড ভোকেশনাল ইনস্টিটিউটের অধ্যক্ষ মো: রেদোয়ান ও আত্মসমর্পণকারী মাদক ব্যবসায়ী রুবেল হওলাদার ও মাদকসেবী মিজানুর রহমান মিজু বক্তব্য দেন। অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, প্রিট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




Archives
Image
গুমের শিকার বাবার সন্তানের কান্নায় কাঁদলেন তারেক রহমান
Image
বরিশালে চালের দাম বাড়ায় মানববন্ধন
Image
স্বৈরাচার প্রথম পাতা মেলার আগেই যেন তাকে ধরে ফেলা যায় : প্রধান উপদেষ্টা
Image
বরিশাল বিএম কলেজের প্রশাসনিক ভবনে তালা
Image
আসিফ মাহমুদের অস্ত্রের লাইসেন্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা