Current Bangladesh Time
বুধবার অক্টোবর ১৫, ২০২৫ ৫:২৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » কাজ না পেয়ে আত্মহত্যা বাঙালি এক অভিনেত্রীর! 
Tuesday February 11, 2020 , 2:01 pm
Print this E-mail this

কাজ না পেয়ে আত্মহত্যা বাঙালি এক অভিনেত্রীর!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : স্বপ্ন ছিল মেগা সিরিয়ালে অভিনয় করার। কিন্তু বারবার চেষ্টা করেও সে সুযোগ আসেনি। আর তা থেকেই অবসাদ। সেই অবসাদের জেরেই আত্মহত্যা উঠতি অভিনেত্রীর। বর্ধমানের মোহনবাগে নিজের বাড়িতে সিলিং ফ্যানে ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। অভিনেত্রীর নাম সুবর্ণা যশ বলে জানা গেছে। বয়স ২৩ বছর। ঘটনায় শোকের ছায়া পরিবারে। এলাকাতেও নেমে এসেছে শোক। জানা গেছে, অভিনয়ের পাশাপাশি মডেলিংও করতেন। নিয়মিতভাবে বিভিন্ন জায়গায় মডেলিং করতেন। কিন্তু সেখানেও মনের মতো কাজ পাওয়া যাচ্ছিল না। একদিকে মেগা সিরিয়ালে কাজ না পাওয়া অন্যদিকে মডেলিংয়েও প্রতিষ্ঠিত না হওয়া। এই দুই এর কারণেই সহজেই অবসাদে চলে যান সুবর্ণা। গত কয়েকদিন কথা বলাও কমিয়ে দিয়েছিল। নিজের মধ্যেই থাকতো সে, এমনটাই পরিবার সূত্রে জানা গিয়েছে। আর এরপরেই এ ঘটনায় স্তম্ভিত সবাই। জানা গেছে, বাবা মায়ের একমাত্র সন্তান সুবর্ণা। বর্ধমানের একটি স্কুলে পড়াশুনা। বর্ধমানের স্কুল পর্ব মিটে যাওয়ার পরেই কলকাতায় চলে আসা। শহরে সাংবাদিকতা নিয়ে চলে পড়াশুনা। ছোট থেকেই অভিনয়, মডেলিংয়ে কাজ করার স্বপ্ন দেখতেন সুবর্ণা। আর কলকাতায় এসেই সেদিকেই কেরিয়ার তৈরির জন্যে এগোতে থাকেন। কলকাতায় সাংবাদিকতার পাঠ নিতে নিতেই টালিপাড়ায় অভিনেত্রী হিসেবে কাজে যোগ দেন সুবর্ণা। তার সঙ্গে সঙ্গে বেশ কিছু সিরিয়ালে পার্শ্ব চরিত্রে অভিনয় করতেন তিনি। যেমন ময়ূরপঙ্খী সিরিয়ালে নায়িকার বান্ধবীর ভূমিকায় দেখা গিয়েছিল সুর্বনাকে। কাজের সূত্রে নিয়মিত টালিগেঞ্জর সিনেমা পাড়ায় যাতায়াত ছিল। পাশাপাশি মডেলিংও করতে থাকেন। কিন্তু ছোটখাটো অভিনয় করলেও সেই অর্থে বড় রোল পাওয়াটা স্বপ্নই থেকে যাচ্ছিল সুবর্ণার কাছে। আর সেখান থেকেই অবসাদের সৃষ্টি। আর এ অবসাদ থেকে কলকাতাতেই অসুস্থ হয়ে পড়েন সুর্বণা। যদিও অসুস্থতার খবর পেয়ে তাকে বাড়ি ফিরিয়ে এনেছিল পরিবার। গত কয়েক মাস ধরে তার পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় চিকিৎসা করাতে নিয়ে যায়। আত্মীয় বাড়িতে কিছুদিন কাটানোর পর গত রোববার তিনি বর্ধমানের বাড়িতে ফেরেন। সন্ধ্যায় তিনি বাড়িতে একাই ছিলেন। মা অন্য কাজে ব্যস্ত ছিলেন। সেই সুযোগে তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার পথ বেছে নেন বলে পরিবারের দাবি। বাড়ির লোকরা ঝুলন্ত অবস্থায় তার দেহ দেখতে পান। এলাকার বাসিন্দারা দেহ নামিয়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।




Archives
Image
রাজধানীর মিরপুরে অগ্নিকাণ্ড : নিহত ১৬ জনের মধ্যে ৭ জন নারী, ৯ জন পুরুষ
Image
বরিশালে সন্দেহভাজন ভারতীয় নারী আটক
Image
বরিশালে বিশ্ব মান দিবস পালন
Image
বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন
Image
গণভোট জাতীয় নির্বাচনের ‘টেস্ট ম্যাচ’ হিসেবে কাজ করতে পারে: অধ্যক্ষ জহির উদ্দিন