Current Bangladesh Time
শুক্রবার জুন ৫, ২০২০ ১০:২৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » করোনা দুর্যোগে বিএনপি’র মনিটরিং সেল, বরিশালের দায়িত্বে বিলকিস জাহান শিরিন 
Saturday May 9, 2020 , 10:20 pm
Print this E-mail this

সেলের আহবায়ক ইকবাল হাসান মাহমুদ টুকু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে

করোনা দুর্যোগে বিএনপি’র মনিটরিং সেল, বরিশালের দায়িত্বে বিলকিস জাহান শিরিন


আসাদুজ্জামান, অতিথি প্রতিবেদক : করোনা পরিস্থিতি মোকাবেলায় ত্রাণ সহায়তা ও পর্যবেক্ষণ কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শনিবার দলটির স্থায়ী কমিটির সদস্য ও বিএনপি জাতীয় করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ সেলের আহবায়ক ইকবাল হাসান মাহমুদ টুকু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। সারাদেশের ন্যায় বরিশাল বিভাগীয় কমিটির আহবায়ক কমিটি করা হয়েছে। এতে কেন্দ্রীয় বিএনপি’র বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিনকে আহবায়ক করেছে। এই কমিটির সদস্য হিসেবে রয়েছেন জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও পটুয়াখালী জেলা বিএনপি’র সভাপতি আলতাফ হোসেন চৌধুরী, জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও নগর বিএনপির সভাপতি এ্যাড: মজিবর রহমান সরোয়ার, কার্য নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও উত্তর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, সহ- সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য গাজী নুরুজ্জামান বাবলু, নির্বাহী কমিটির সদস্য ও উত্তর জেলা বিএনপি’র সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা জেলা বিএনপি’র সভাপতি গোলাম নবী আলমগীর, দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি এবায়দুল হক চান, ঝালকাঠি জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টু, বরগুনা জেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মোল্লা, পিরোজপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ঝালকাঠি জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, বরিশাল দক্ষিণ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম শাহিন, ভোলা জেলার বিএনপি’র সাধারণ সম্পাদক হারুন অর রশীদ টু ম্যান, বরগুনা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবদুল হালিম, বরিশাল মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার ও পটুয়াখালী জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম। বরিশাল বিভাগীয় করোনা (কোভিড-১৯) পরিস্থিতি পর্যবেক্ষণ করে সকলের পাশে থাকার জন্য আহবান জানানো হয়। কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি শনিবার সারাদেশে মরণঘাতী মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় সবগুলো বিভাগীয় পর্যায়ে ত্রাণ ও পর্যবেক্ষণ কমিটি গঠন করে বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী সাংসদ। কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটি সদস্য ও বিএনপি জাতীয় করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ সেল’র আহবায়ক ইকবাল হাসান মাহমুদ টুকু স্বাক্ষরিত এই কমিটি অনুমোদন করা হয়।

Archives
Image
বরিশালে মাদ্রাসার এক শিক্ষককে মানুষিক ও শারীরিক নির্যাতন, উদ্বিগ্ন মানবাধিকার!
Image
ঝালকাঠি আ’লীগের সম্পাদক পনির’র মাতার মৃত্যুতে তালুকদার মোঃ ইউনুস’র শোক
Image
ফের বাড়ছে সাধারণ ছুটি ও কড়া লকডাউন
Image
র‌্যাব-৮’র অভিযানে গোপালগঞ্জ হতে মানব পাচার চক্রের সাথে সংশ্লিষ্ট ২ জন গ্রেফতার
Image
করোনা : আমার করুন অভিজ্ঞতা – কাজী মিরাজ