অক্ষয়ের দেয়া সে-ই পেঁয়াজের দুল পরে শুটিংয়ে টুইংকেল খান্না
মুক্তখবর বিনোদন ডেস্ক : কিছুদিন আগে অক্ষয় কুমার ও কারিনা কাপুরের পরবর্তী ছবি ‘গুড নিউজ’র প্রচারের জন্য ‘দ্য কপিল শর্মা শো’তে হাজির হয়েছিলেন তারা। সেখানে আড্ডার ফাঁকেই সহ-অভিনেত্রীকে একটিউপহার দেখান অক্ষয়। কিন্তু সেই উপহার মনে ধরেনি কারিনার। বাড়ি ফিরে সেই উপহার নিজের স্ত্রী টুইংকেল খান্নাকেই দিলেন ৪৫ বছরের ওই অভিনেতা। সেটি ছিলো পেঁয়াজের কানের দুল। এই অভিনব উপহার পেয়ে আনন্দিত ছিলেন টুইংকেল। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই দুলের ছবি শেয়ার করে এই অভিনেত্রী লিখেছিলেন, আমার জীবনসঙ্গী কপিল শর্মার শো থেকে ফিরে এসে এই দুল জোড়া দেখিয়ে বলল, ‘ওরা এই দুল জোড়া কারিনাকে দেখিয়েছিল। কিন্তু কারিনার পছন্দ হয়নি। আমি জানি, তুমি এই দুল জোড়া পেয়ে খুবই খুশি হবে। তাই তোমার জন্য নিয়ে এলাম। স্বামীর দেওয়া সেই পেঁয়াজের দুল পরে একটি ফটোশুটে অংশ নিয়েছেন টুইংকেল। শনিবার (২১ ডিসেম্বর) ইনস্টাগ্রামে একটি সেলফি শেয়ার করেছেন এই অভিনেত্রী। তার ক্যাপশনে লিখেছেন, এক শুট থেকে আনা এই দারুণ উপহারটি আরেক শুটে পরতে পেরে আনন্দিত। টুইংকেলের এই ছবি বেশ সাড়া ফেলেছে যোগাযোগ মাধ্যমে। মূলত বাংলাদেশের মতো ভারতেও পেঁয়াজের দাম আকাশছোঁয়া। সে কারণে দেশটিতে সবচেয়ে আলোচিত পণ্য এখন পেঁয়াজ। অনেকে ভিডিও তৈরি করে ট্রলও করছেন পেঁয়াজ নিয়ে। কিছুদিন আগে একটি বিয়ের দাওয়াতে পেঁয়াজ উপহার দেয়ার ঘটনাও ঘটেছে।