Current Bangladesh Time
সোমবার জানুয়ারি ৫, ২০২৬ ৮:৩৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » অক্ষয়ের দেয়া সে-ই পেঁয়াজের দুল পরে শুটিংয়ে টুইংকেল খান্না 
Monday December 23, 2019 , 1:01 pm
Print this E-mail this

অক্ষয়ের দেয়া সে-ই পেঁয়াজের দুল পরে শুটিংয়ে টুইংকেল খান্না


মুক্তখবর বিনোদন ডেস্ক : কিছুদিন আগে অক্ষয় কুমার ও কারিনা কাপুরের পরবর্তী ছবি ‘গুড নিউজ’র প্রচারের জন্য ‘দ্য কপিল শর্মা শো’তে হাজির হয়েছিলেন তারা। সেখানে আড্ডার ফাঁকেই সহ-অভিনেত্রীকে একটি উপহার দেখান অক্ষয়। কিন্তু সেই উপহার মনে ধরেনি কারিনার। বাড়ি ফিরে সেই উপহার নিজের স্ত্রী টুইংকেল খান্নাকেই দিলেন ৪৫ বছরের ওই অভিনেতা। সেটি ছিলো পেঁয়াজের কানের দুল। এই অভিনব উপহার পেয়ে আনন্দিত ছিলেন টুইংকেল। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই দুলের ছবি শেয়ার করে এই অভিনেত্রী লিখেছিলেন, আমার জীবনসঙ্গী কপিল শর্মার শো থেকে ফিরে এসে এই দুল জোড়া দেখিয়ে বলল, ‘ওরা এই দুল জোড়া কারিনাকে দেখিয়েছিল। কিন্তু কারিনার পছন্দ হয়নি। আমি জানি, তুমি এই দুল জোড়া পেয়ে খুবই খুশি হবে। তাই তোমার জন্য নিয়ে এলাম। স্বামীর দেওয়া সেই পেঁয়াজের দুল পরে একটি ফটোশুটে অংশ নিয়েছেন টুইংকেল। শনিবার (২১ ডিসেম্বর) ইনস্টাগ্রামে একটি সেলফি শেয়ার করেছেন এই অভিনেত্রী। তার ক্যাপশনে লিখেছেন, এক শুট থেকে আনা এই দারুণ উপহারটি আরেক শুটে পরতে পেরে আনন্দিত। টুইংকেলের এই ছবি বেশ সাড়া ফেলেছে যোগাযোগ মাধ্যমে। মূলত বাংলাদেশের মতো ভারতেও পেঁয়াজের দাম আকাশছোঁয়া। সে কারণে দেশটিতে সবচেয়ে আলোচিত পণ্য এখন পেঁয়াজ। অনেকে ভিডিও তৈরি করে ট্রলও করছেন পেঁয়াজ নিয়ে। কিছুদিন আগে একটি বিয়ের দাওয়াতে পেঁয়াজ উপহার দেয়ার ঘটনাও ঘটেছে।




Archives
Image
আলোচিত জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর জামিন
Image
অন্তর্বর্তী সরকারের আমলেই হত্যার বিচার দাবিতে বরিশালে ‘মার্চ ফর হাদি’
Image
বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ
Image
ভোররাতে দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
Image
বরিশালে আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারী-পুরুষ হাতেনাতে ধরা